
পুলক সরকার, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
১৬ ডিসেম্বর/২৫
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জয়পুরহাটে পালিত হয়েছে মহান বিজয় দিবস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
সর্বপ্রথম জেলা প্রশাসক মোঃ আল-মামুন মিয়া শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে পুলিশ সুপার মিনা মাহমুদা, বীর মুক্তিযোদ্ধারা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, জয়পুরহাট প্রেসক্লাবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
পরে জয়পুরহাট স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিক কুচকাওয়াজ ও মার্চপাস্ট অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসন, পুলিশ, আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সদস্যরা অংশগ্রহণ করেন। কুচকাওয়াজ শেষে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের চেতনাকে তুলে ধরেন।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।