
কুড়িগ্রাম প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে মহান বিজয় দিবসের শুভ সূচনা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।
এ সময় জেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সেবাদানকারী প্রতিষ্ঠান, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.কে.এম. মুক্তারুজ্জামান, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।