
মি. সিমরান (স্টাফ রিপোর্টার):
মহান বিজয় দিবস উপলক্ষে আজ সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত হয়ে তিনি জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধা জানান। পুস্পস্তবক অর্পণ শেষে প্রধান উপদেষ্টা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। পরে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তাঁদের সম্মিলিত উপস্থিতিতে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণটি শ্রদ্ধা, গৌরব ও আবেগে পরিপূর্ণ হয়ে ওঠে।
মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতি নতুন করে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।