
মো: বেলাল হোসেন, দিনাজপুর।।
দিনাজপুর জেলার বিরলে ৫৪তম বিজয় দিবস পূর্তি উপলক্ষে ৫৪টি সাইকেল নিয়ে বিজয় র্যালি মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিন করেন উইসডম ভ্যালি ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ।
৫৪তম বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৫৪টি বাইসাইকেল নিয়ে বিরল ডিগ্রী কলেজ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
উইসডম ভ্যালি ইন্টারন্যাশনাল স্কুল এর পরিচালক সাব্বির আহমেদের নেতৃত্বে সাইকেল র্যালিটি বিরল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিরল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত “বিরল বড় মাঠ” অনুষ্ঠানে ৫৪টি বাইসাইকেল র্যালি প্রদর্শনী করা হয়।
উল্লেখ্য যে, উইসডম ভ্যালি ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ ৫৪ তম বিজয় দিবস পূর্তি উপলক্ষে ৪ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করেছে। শুক্রবার ১৯ ডিসেম্বর ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হবে।