মোঃমাকসুদ আলম ( লালমোহন উপজেলা প্রতিনিধি) : ভোলার লালমোহন উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে গ্রামে এসেছে আধুনিক ধান কাটার মেশিন। কৃষক যাতে সহজে পাকা আমন ধান কেটে ঘরে তুলতে পারে তার জন্য সরকারের সহায়তায় উপজেলা কৃষি অফিসের মাধ্যমে গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া হয়েছে আধুনিক ধান কাটার মেশিন। উপজেলা কৃষি অফিসের মাধ্যমে বিভিন্ন ব্যাক্তিকে এই আধুনিক মেশিন বরাদ্দ দেওয়া হয়েছে। খুব অল্প সময়ের বেশি পরিমাণ ধান কাটতে সক্ষম এই আধুনিক ধান কাটার মেশিনের মাধ্যমে। মেশিনটি পাকা ধান গাছের গোরা দিয়ে কেটে গাছগুলোকে সারি সারি আকারে খেতে রেখে দেয় আর ধানগুলো মেশিনে অবস্থিত নিদিষ্ট টেঙ্কিতে অটোমেটিক ভাবে পৌঁছে দেয়।টেঙ্কি বরে গেলে ধানগুলো নিদিষ্ট স্থানে রাখা হয়।এভাবে চলবে ভরা আমন মৌসুমে ধান কাটার মহা উৎসব। কৃষিতে সিনজেন্টার রিটেইলার গিয়াস ভূইয়া ও কৃষক ফয়েজ আহমেদ বলেন আধুনিক ধান কাটার মেশিন আসাতে কৃষকের পরিশ্রম ও খরচ দুটো কমবে।