
মোঃ সাজেদুর রহমান স্টাফ রিপোর্টার, পত্নীতলা নওগাঁ
নওগাঁ পত্নীতলার কৃতি সন্তান ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) এর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ডিপার্টমেন্ট এর সহযোগী অধ্যাপক মোঃ ফিরোজ আলী পিএইচডি ডিগ্রি অর্জণ করেছেন।
তিনি পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়নের চকদোচাই (বাবনাবাজ) গ্রামের মোঃ শাহাজাহান আলীর ছেলে। তিনি নজিপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, রাজশাহী গভ সিটি কলেজ থেকে এইচএসসি এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) কৃতিত্বের সাথে উত্তীর্ণ হোন।
ড. ফিরোজ আলী আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বলেন, পিএইচডি চলাকালীন, তিনি ১০টি গবেষণাপত্র প্রকাশ করেন যার মধ্যে রয়েছে ৬টি উচ্চ প্রভাব ফ্যাক্টর Q1 র্যাঙ্কযুক্ত জার্নাল নিবন্ধ এবং ৪টি আই ইইই এক্সপ্লোর আন্তর্জাতিক সম্মেলন পত্র। বাংলাদেশে হাইব্রিড নবায়নযোগ্য শক্তি ভিত্তিক মাইক্রোগ্রিড অপ্টিমাইজেশন এই বিষয়ে গবেষণা করে গত ২৪ ডিসেম্বর পিএইচডি রেজাল্ট পেয়েছি।
এই ডিগ্রি অর্জনে তত্ত্বাবধায়ক, শিক্ষক, সহকর্মী, পরিবারের সদস্য এবং বন্ধুদের নিরন্তর সমর্থন এবং প্রার্থনার জন্য আন্তরিক ধন্যবাদ। এই অর্জন তাদের সকলেরও।
উল্লেখ্য উপজেলার মধ্যে এই গ্রামটি শিক্ষার দিক থেকে অনেকে এগিয়ে অধিকাংশ চাকরিজীবী , অধ্যাপক, ডক্টর, ব্যাংকার, সহ দেশের বিভিন্ন স্থানে উচ্চ পদস্থ পদে কর্মরত রয়েছেন।