মোঃমাকসুদ আলম (লালমোহন উপজেলা প্রতিনিধি): ভোলার লালমোহন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিশোর কিশোরীদের দক্ষতা উন্নয়নে স্কুল ও কলেজ পর্যায়ে জলবায়ু ন্যায্যতা এ জেন্ডার ভিত্তিক সহিংসতা বিষয়ে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। সভাটি আয়োজন করে কোস্ট ফাউন্ডেশন। ১৮/১ ১/২০২৪ ইং তারিখে সৈয়দাবাদ নূরজাহান মহিলা দাখিল মাদ্রাসার সভাকক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন কোস্ট ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার রাজিব ঘোষ সার্বিক সহযোগিতা করেন কোস্ট ফাউন্ডেশনের মাঠ কর্মী মোঃনিরব। সভায় প্রধান অতিথি হিসেবে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শিহাব উদ্দিন, সিনিয়র শিক্ষক মোঃসফি উদ্দিন ও স্বাধীন সূর্যোদয় পত্রিকার লালমোহন উপজেলা প্রতিনিধি মোঃমাকসুদ আলম প্রমুখ।
বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব ও বাল্যবিবাহ প্রতিরোধ ও এর ফলে সৃষ্ট সমস্যা নিয়ে ছাত্রীদেরকে সচেতন করেন।