মোঃ মিলন সরকার ( কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ) : টাঙ্গাইলে বাস ও পিকআপভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ জন তাদের মধ্যে ঘটনাস্থলে দুই জন এবং আরও দুই জন হাসপাতালে মারা গেছেন।
১৯ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের উপজেলার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহতরা হলেন জামাণপুর জেলার ইসলাম পিরের আতাউর আলীর ছেলে রবিউল ইসলাম ও একই এলাকার সুজন, আর জুই জনের পরিচয় জানা যায়নি।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাসেল আহমেদ বলেন, ভোরে ঢাকাগামী বিনিময় বাসের সঙ্গে মধুপুরগামী পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও সহকারী ঘটনাস্থলেই নিহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় পিকআপে থাকা দুই জনকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদেরও মৃত্যু হয়।
নিহতরা সবজির ব্যবসা করতেন। তারা ঢাকা থেকে সবজি বিক্রি করে জামালপুরে ফিরছিলেন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল হক বলেন, চারজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গাড়ি দুটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রকৃয়াধীন।