মোঃ হাফিজুর রহমান (উপজেলা প্রতিনিধি মধুপুর) মধুপুরে ধানের বাম্পার ফলন। চলছে ধান সংগ্রহের কাজ। ভালো ফসল পেয়ে কৃষকের মনে আনন্দ।
২৪সে নভেম্বর ২০২৪ ইং কৃষকদের সাথে কথা বলে জানা যায়, এবার ধানের ভালো ফলন হয়েছে।বিভিন্ন জায়গায়, বন্যা ও বৃষ্টির জলাবদ্ধতার কারণে ফসল নষ্ট হয়।
কিন্তু মধুপুরে ধানের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। মধুপুর পাহাড়ি অঞ্চলে বিভিন্ন জায়গায় এবার ধানের উৎপাদন হয়েছে।ভালো ফসল পেয়ে কৃষকের মনে আনন্দের হাসি যেন বিজয়ের হাসি।। মধুপুরের প্রতিটি গ্রামগঞ্জে চলছে ধান কাটা, মাড়াই, সংগ্রহের কাজ। প্রতিটি ঘরে ঘরে, ধান সিদ্ধ ও শুকানোর অনন্য উৎসব। শত পরিশ্রম এর মাঝেও মুখে ছিল, এক আনন্দের হাসি।।