মুহাম্মদ হাবিব (চরফ্যাশন উপজেলা প্রতিনিধি): ভোলার চরফ্যাশন উপজেলার সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান চরফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে ত্রৈমাসিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০ টায় চরফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের হল রুমে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।ত্রৈমাসিক বিতর্ক প্রতিযোগিতায় চরফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গালিব মোহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, শুদ্ধাচার চর্চা মানবজীবন, সমাজ ও রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের বাচ্চাদের শিশু বয়সেই শুদ্ধাচার চর্চা করলে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলা সহজ হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃফরিদ উদ্দিন উপাধ্যক্ষ,মোঃ মনিরুল ইসলাম, মাহমুদুল হাসান সাকিব, গোলাম রাব্বানী রাফি প্রমুখ। বিতর্ক প্রতিযোগিতার বিষয় গুলো হলো শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে গরে তুলতে কেবল মাত্র ক্লাসের পড়াশুনা যথেষ্ট নয়।এই শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইত্যাদি।