জি এম বাইজিদ ( পটুয়াখালী জেলা প্রতিনিধি): দেশের এ অপ্রীতিকর অবস্থার প্রেক্ষিতে দেশে শান্তি ফিরিয়ে আনতে কি করণীয় সে বিষয় নিয়ে লাল সবুজ সোসাইটির উদ্যোগে একটি সমাবেশ এর আয়োজন করা হয়। এ সমাবেশ এ সভাপতিত্ব করেন মো: ইস্রাফিল ইসলাম। সমাবেশ এ প্রায় ৫০ জন তরুণ তরুণী নিজেদের বক্তব্য তুলে ধরেন। বক্তব্যে বিভিন্ন ধরনের সমস্যা এবং এর সমাধান কিভাবে করা যায় তা তুলে ধরেন তাঁরা। এ বিষয়ে লাল সবুজ সোসাইটির একজন সদস্য উর্মি আক্তার তার বক্তব্যে জানান ” আমাদের যার যার ধর্ম তার তার পালন করা উচিত ,আমরা এমন কোন কাজ করবো না যাতে অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে” । এছাড়াও লাল সবুজ সোসাইটির আরেকজন সদস্য সিফাত নিজ বক্তব্যে জানান -” আমাদের দেশে বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে যে পরিমাণ দাঙ্গা – হাঙ্গামা চলছে এর মূল কারণ হচ্ছে তৃতীয় পক্ষ , এরা তাদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে , যার যার মধ্যে কিছু কিছু তথ্য আছে যার কোন ভিত্তি নেই। তাই আমাদের উচিত সোস্যাল মিডিয়ার যেকোন পেজ বা বিভিন্ন আইডির তথ্য সত্য কিনা তা যাচাই করে নেওয়া।”