মোঃমাকসুদ আলম( লালমোহন উপজেলা প্রতিনিধি)
ছাত্র,যুব ও গন অধিকার পরিষদ তজুমউদ্দিন উপজেলার আয়োজনে জনতার অধিকার,আমাদের অঙ্গীকার এই স্লোগানে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন এবং’ ট্রাক’ প্রতিক বরাদ্দ পাওয়ায় আনন্দ মিছিল করেছে তজুমউদ্দিন উপজেলার নেতাকর্মীরা।শুক্রবার (২৯ নভেম্বর) শশীগঞ্জ উত্তর বাজার থেকে আনন্দ মিছিলটি বের করে উপজেলা পরিষদের সামনেএসে শেষ হয়।এসময় সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।সমাবেশে উপস্থিত ছিলেন ভোলা জেলা গন অধিকার পরিষদের সদস্য সচিব আতিকুররহমান আবু তৈয়ব,জেলা যুব অধিকার পরিষদের সভাপতি গাজী ইমরান,জেলা ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি হাসনাইন তানভীর, গন অধিকার পরিষদ তজুমউদ্দিন উপজেলার আহবায়ক মাহাবুবুর রহমান সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।