মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি): নওগাঁ সদরে চন্ডিপুর ইউনিয়নের চকবুলাকী গ্রামে নওগাঁ- রানীনগর সড়ক সংলগ্ন মন্ডল রাইস মিলের গ্যারেজ হতে তিনটি টমটম ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
গতরাতে (৩০নভেম্বর) আনুমানিক ৩ টার দিকে অজ্ঞাত ছিনতাইকারীরা এই ঘটনা ঘটিয়েছে বলে জানান গ্যারেজের নৈশপ্রহরী মো: আজাহার। আজাহার বলেন, ‘আমি প্রতিদিনের মতো রক্ষণাবেক্ষণের জন্য মিল পাহারা দিচ্ছিলাম। রাত আনুমানিক ৩টার সময় অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসী জানালা ভেঙে গ্যারেজের ভিতরে প্রবেশ করে। এরপর আমাকে দেশীয় অস্ত্র ছুরি- চাকুর মুখে জিম্মি করে হত্যার হুমকি দেয়। এক পর্যায়ে অটোরিকশা রাখার ঘরের চাবি ছিনিয়ে নেয় এবং ৩টি টমটম ছিনতাই করে নিয়ে যায়। এসময় নৈশপ্রহরীর ব্যবহৃত টর্চ লাইট ও মোবাইল ফোনও ছিনিয়ে নিয়ে গেছে বলে জানান তিনি।
ভুক্তভোগী মোঃ জলিল বলেন, প্রতিদিনের মতো গতরাতেও গাড়ি চার্জ দিয়ে গ্যারেজে রেখে যাই কিন্তু সকালে এসে দেখি গাড়ি নেই। নৈশ প্রহরীর কাছে জানতে পারি গাড়ি ছিনতাই হয়ে গেছে। একইভাব জীবিকার একমাত্র অবলম্বন অটোরিকশা হারিয়ে দিশেহারা হয়ে পরেন মো: মাসুদ রানা।
ছিনতাইকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। তবে এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি বলে জানা যায়।