মো: সাব্বির হোসেন রুপক (স্টাফ রিপোর্টার) : আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট ( এসিআই ) ইউআইটিএ স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্যোগে ও ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সার্ভিক সহযোগিতায় গনিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ( ৩ ডিসেম্বর) ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস ( ইউআইটিএস) ক্যাম্পাসে গনিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
এসময় ইউআইটিএস এর বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা গনিত অলিম্পিয়াড এ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহন করে।
এ সময় পরিদর্শন করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. নুর মোহাম্মদ সুমন , প্রক্টর মো: তরিকুল ইসলাম, এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের ফ্যাকাল্টি এডভাইজার মো: হাসান ইমাম, সহকারী অধ্যাপক মাকসুদা হক, প্রভাষক সুব্রত রায়, আব্দুল ওয়াহাব সবুজ , হোসনেয়ারা বেগম, এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের সভাপতি কে এম তানভীর হাসান ও সাধারণ সম্পাদক ফেরদৌস ইসলাম। এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের সভাপতি কে এম তানভীর হাসান জানান..
গণিত অলিম্পিয়াড এর মাধ্যমে শিক্ষার্থীদের গণিতের সূক্ষ্ম বিশ্লেষণ এর প্রতিফলন ঘটেছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে গণিত অলিম্পিয়াড সাফল্যমন্ডিত হয়েছে।