ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার): ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট সংগ্রহ করার জন্য উচ্চ মাধ্যমিক কলেজ সমূহের অধ্যক্ষ/প্রধানগণকে নির্দেশনা প্রদান করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান নিজে অথবা তাঁর প্রাধিকারপ্রাপ্ত কোন শিক্ষকের মাধ্যমে নির্ধারিত সময়সূচি অনুযায়ী অফিস চলাকালীন শিক্ষা বোর্ডের চতুর্থ তলার ৪০২ নং কক্ষ থেকে মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণ করতে হবে। মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণের পর কোন ধরনের ভুল ত্রুটি পরিলক্ষিত হলে গ্রহণের ০৭ (সাত) দিনের মধ্যে উচ্চ মাধ্যমিক শাখা থেকে সংশোধন করে নিতে হবে। তিন ধাপে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হবে। চট্টগ্রাম মহানগরের কলেজগুলো আগামী ০৯/১২/২০২৪ ইং তারিখ মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণ করবেন। চট্টগ্রাম উত্তর জেলা ও চট্টগ্রাম দক্ষিণ জেলার কলেজগুলো আগামী ১০/১২/২০২৪ ইং তারিখ মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণ করবেন। তাছাড়া, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার কলেজগুলো আগামী ১১/১২/২০২৪ ইং তারিখ মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণ করবেন। নির্ধারিত তারিখে মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণ করতে না পারলে যথাযথ কারণ উল্লেখ পূর্বক পরীক্ষা নিয়ন্ত্রক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম বরাবর আবেদন করতে হবে।