1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

পুলিশ পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগে মামলা

মোঃ জুয়েল খান (স্টাফ রিপোর্টার )
  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

মোঃ জুয়েল খান (স্টাফ রিপোর্টার ) গাজীপুর মহানগরীর কাশিমপুরে পুলিশ পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগে মামলা

গাজীপুরের কাশিমপুর এলাকায় এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে।
আহত পুলিশ সদস্য মুরাদ হোসেনকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১ টার দিকে কাশিমপুরের জিরানী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত মুরাদ হোসেন আশুলিয়ার কলতাসূতি রত্নাসিট এলাকার আলকাস হোসেনের ছেলে।
তিনি মিরপুর ১৪, এপিবিএন সংযুক্ত ক্যাম্পে কর্মরত আছেন।

১০ দিনের অতিরিক্ত ছুটিতে মুরাদ বাড়িতে আসেন। আহতের বাবা আলকাছ জানান, কয়েকদিন আগে তার ছেলে অতিরিক্ত ছুটিতে বাড়িতে আসে। রোববার বেলা ১১ টার দিকে বাসা থেকে বের হয়ে মোটরসাইকেলে চড়ে জিরানী বাজারে একটি প্রাইভেট হাসপাতালে তার স্ত্রীর জন্য ডাক্তারি সার্টিফিকেট আনতে যায়।

এ সময় পূর্ব শত্রুতার জেরে আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া আশুলিয়ার কলতাসূতি এলাকার ওসমান গনি সাগর, আমান উল্লাহ, আওলাদ হোসেন, শওকত হোসেন, সাদ্দাম হোসেন, সুমন, ইব্রাহিম, হালিম বেপারী, পলাশ এবং রাকিবসহ অজ্ঞাতনামা ৫-৬ জন তাকে লোহার রড, হকিস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়।

প্রথমে তাকে স্থানীয় ওই হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে কাশিমপুর থানায় একটি মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট