মোঃ আরাফাত আলী(নওগাঁ জেলা প্রতিনিধি): নওগাঁর রাণীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সীমিত আয়ের মানুষের মাঝে গরুর মাংস বিক্রি শুরু হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলা গোল চত্ত্বরে অবস্থিত ন্যায্যমূল্যের দোকানে এ কার্যক্রমের উদ্বোধন করেন রানীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিন ।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, নওগাঁ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট স্যারের দিকনির্দেশনা মোতাবেক সীমিত আয়ের মানুষ যাতে গরুর মাংস খেতে বা তাদের আমিষের চাহিদা পূরণ করতে পারে সে বিষয়টি বিবেচনায় নায্য মূল্যের দোকানে স্বল্পমূল্যে গরুর মাংস বিক্রির এ কার্যক্রম শুরু করা হয়েছে। এখান থেকে একজন ক্রেতা ৬৩০ টাকা কেজি দরে সর্বনিম্ন ২৫০ গ্রাম এবং সর্বোচ্চ ১ কেজি মাংস কিনতে পারবে। আগামীতে এমন কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।
এসময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ রফি ফয়সাল তালুকদার, কৃষি অফিসার ফারজানা হকসহ অনান্য প্রশাসনিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।