সাহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার): মিরপুরে ভাই বাদলের স্ত্রী মুক্তা ও তাদের দেবর গালিবের বিরুদ্ধে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার অভিযোগ দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, তাদের মাদক ব্যবসার কারণে এলাকায় কিশোর গ্যাংয়ের কার্যক্রম বেড়েই চলেছে। মাদকদ্রব্যের সহজলভ্যতায় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে। এই পরিস্থিতি নিয়ে এলাকাবাসী ভীষণ উদ্বিগ্ন।
মাদক ব্যবসার পাশাপাশি চুরি, ছিনতাই, ইভটিজিং, নারী হয়রানি এবং হানাহানির মতো অপরাধ ক্রমশ বেড়ে চলেছে। ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রশাসনের উদাসীনতা এবং দায়িত্ব পালনে অবহেলার কারণে অপরাধীদের কার্যক্রম আরো বাড়ছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকরী হস্তক্ষেপের দাবিতে তারা সোচ্চার হয়েছেন।
এ বিষয়ে শাহ আলী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, তিনি মাত্র কয়েকদিন আগে (১৯ ডিসেম্বর) দায়িত্ব গ্রহণ করেছেন। এলাকায় অপরাধ প্রবণতা রোধে তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। ওসি শফিকুল ইসলাম বলেন, “মাদক ব্যবসা সমাজের জন্য এক চরম ক্ষতিকর অপরাধ। আমার থানার অধীন এলাকায় মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করা হবে। অপরাধী যেই হোক, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণ করে মাদক এবং অন্যান্য অপরাধের শিকড় নির্মূল করবে এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনবে।