সাইফুল ইসলাম সাগর(সিনিয়র রিপোর্টার)
৭ জানুয়ারী দুপুর ১২ টার দিকে মহিপুর প্রেসক্লাব হলরুমে দস্যু জিয়া ইউনুসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মাতেন রাখাইন লিখিত বক্তব্য পাঠ করেন।
বক্তব্যে তিনি বলেন, অভিযুক্তরা জমাজমি সাব কবলা দলিল করে নেয়ার বিষয়ে জাল জালিয়াতী এবং প্রতারণার উদ্দেশ্যে কূট কৌশলে
১। মোঃ জিয়া ইউনুছ হাওলাদার (আইডি নং- ৯১০৮০৪৫৫৮৫), পিতা- মেঃ সোনা মিয়া (রুস্তুম)। সাং-আলীপুর, ২। মোঃ আলমগীর, পিতা-মৃত্যু মোঃ সোনা মিয়া হাওলাদার, সাং- দিয়ার আমখোলা (তাহের পুর), পোঃ কুয়াকাটা, থানাঃ মহিপুর, উপজেলাঃ কলাপাড়া, জেলাঃ পটুয়াখালীসহ আরো কয়েকজন মিলে প্রতারনার কলাকৌশলে মাতেন রাখাইনের স্বামী অংচান রাখাইনের নামীয় আল-আরাফা ইসলামী ব্যাংক আলীপুর বন্দর শাখার সঞ্চয়ী হিসাব নং- ১২০১১২০০৩৯৪৩৭ এর চেক বইয়ের ৭৭০৮৭২১-৭০০৮৭৪০ নং পর্যন্ত ২০ টি পাতা, অগ্রনী ব্যাংক আলীপুর শাখার সঞ্চয়ী হিসাব নং এর চেক বই এবং তার দেবর অংছান রাখাইন, পিতাঃ উথ্যচিং বাবু রাখাইনের, আল- আরাফা ইসলামী ব্যাংক আলীপুর বন্দর শাখার চেক বই নিয়ে গেছে। বর্তমানে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে দস্যু জিয়া বাহিনী। এমতাবস্থায় মাতেন রাখাইনের স্বামী এবং দেবরের চেকবই গুলি উদ্ধার করার জন্য সংশ্লিষ্ট থানায় অভিযোগ দেয়ার প্রস্থুতি নিচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন, মহিপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো: হাবিবুল্লাহ খান রাব্বী, সারণ সম্পাদক মো: মাহাতাব হাওলাদার, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান, মহিপুর প্রেসক্লাবের সদস্য মো: মনিরুজ্জামান, পলাশ সরকার, মিজানুর রহমান রিপন সহ অনন্য গণমাধ্যম কর্মী।