ইমরান বিন সুলতান(স্টাফ রিপোর্টার)
আজ ১০ জানুয়ারি ২০২৫ ইং, সকাল ১০ ঘটিকায় শ্রীপুর উপজেলা অডিটরিয়ামে শ্রীপুর ব্লাড ব্যাংকের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। “স্বেচ্ছায় করি রক্তদান, বাঁচবে রোগী হাসবে প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে শ্রীপুর উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি কাজী মুঈনুদ্দিন আহমেদ, বেফাকুল মাদারিসিল আরাবিয়া শ্রীপুর উপজেলা। তার বক্তব্যে তিনি বলেন, “শ্রীপুর ব্লাড ব্যাংক প্রতিষ্ঠার পর থেকেই এলাকার রক্তদান সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং মানুষের মধ্যে মানবিকতা ও সাহায্যের হাত বাড়ানোর আহ্বান তৈরি হয়েছে। এ ধরনের উদ্যোগ সমাজে শক্তিশালী পরিবর্তন আনতে সাহায্য করে।”
অনুষ্ঠানের উদ্বোধন করেন জনাব মোঃ মাহবুব আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, শ্রীপুর গাজীপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ব্যারিস্টার সজীব আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্রীপুর গাজীপুর। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ বিল্লাল হোসেন বেপারী, সাধারণ সম্পাদক, শ্রীপুর পৌর বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাছিম মন্ডল, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার প্রণয় ভূষণ দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শ্রীপুর গাজীপুর। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোঃ হুমায়ুন কবির, প্রতিষ্ঠিতা পরিচালক, আল-হেরা মেডিকেল সেন্টার, মাওনা।
শ্রীপুর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মাসুম প্রধান তার বক্তব্যে বলেন, “আমরা যখন শ্রীপুর ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করি, তখন আমাদের লক্ষ্য ছিল জনগণের মধ্যে রক্তদানকে স্বাভাবিক এক অংশ হিসেবে প্রতিষ্ঠিত করা। আজ পাঁচ বছর পর আমরা এই লক্ষ্য অর্জনের দিকে আরও একধাপ এগিয়েছি, তবে আমাদের কাজ এখানেই শেষ নয়, আগামী দিনেও এই কার্যক্রম চলমান রাখার জন্য আমরা আরও সচেষ্ট থাকবো।”
অনুষ্ঠান পরিচালনা করেন হাসান হাসিব, এডমিন, শ্রীপুর ব্লাড ব্যাংক। সার্বিক ব্যবস্থাপনা করেন মুফতি তরিকুল ইসলাম নোমানী, শ্রীপুর ব্লাড ব্যাংক। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রকৌশলী মোহাম্মদ মাসুম প্রধান, প্রতিষ্ঠাতা পরিচালক, শ্রীপুর ব্লাড ব্যাংক এবং জনাব মোঃ রিয়াদ হাসান, প্রতিষ্ঠাতা পরিচালক, শ্রীপুর ব্লাড ব্যাংক।
এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন রুহুল আমিন, শোয়েব আহমদ রহমানী, সোহরাব হোসাইন, জুনায়েদ হোসেন, তারেক আহমেদ, রাজু আকন্দ, ফাহিম সিদ্দিকী, ফাহিম আহমেদ রিফাত, নাঈম হাসান, সাইফুল ইসলাম, মিস নুর এবং অন্যান্য এডমিন প্যানেল ও সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে রক্তদান এবং স্বেচ্ছাসেবী মিলন মেলার মাধ্যমে শ্রীপুর ব্লাড ব্যাংক তাদের সেবা ও সমাজে অবদান রাখার গুরুত্ব তুলে ধরেছে।