1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জোড়া খুনের বিষয়ে পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

আব্দুল আজিজ নাচোল প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডাবল মার্ডার ঘটনার অন্যতম ২ আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার (১২ জানুয়ারী) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য প্রদাণ করেছেন পুলিশ সুপার মো. রেজাউল করিম।

 

এ সময় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত বছরের ডিসেম্বর মাসে জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারের গরুর হাট মাঠে অনুষ্ঠিত বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে তামিমসহ কয়েকজন কিশোরের মধ্যে নাচানাচি বিষয়ে বাকবিতন্ডা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামী শাহীন তার পকেটে থাকা আপেল কাটা একটি ছুরি দিয়ে অন্ধকারে এলোপাথাড়ি আঘাত করতে থাকলে ঘটনাস্থলেই মাসুদ ও রায়হান নামে ২ জন নিহত এবং ৪ জন আহত হয়।

 

পরে নিহতদের পরিবার মামলা দায়ের করলে চলতি মাসের ১০ তারিখ শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. শাহিন আকন্দের নেতৃত্বে এসআই মো. ফয়সাল হাসানের একটি চৌকষ টিম ঢাকা জেলার সাভার থেকে কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণকারী এজাহার নামীয় ১ নম্বর আসামী জেলার নাচোল উপজেলার বাহির মল্লিকপুর এলাকার তোফজুল হকের ছেলে শাহীন রেজা এবং মামলার ৭ নং আসামী একই উপজেলা ও এলাকার আতাউর রহমানের ছেলে সামাদ আলী কে ময়মনসিংহ জেলার ভালুকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

পুলিশ সুপার আরো জানান, আসামীদের গ্রেফতারের পর আসামী শাহীনের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলের পাশে ময়লার স্তুপ থেকে এলাকাবাসীর উপস্থিতিতে হত্যার কাজে ব্যবহৃত আপেল কাটা চাকুটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

 

এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার জানান, এই মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হলেও আসামী শাহীনের নামে পূর্বে কোন মামলা নেই। আর এই মামলায় এখন পর্যন্ত ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট