মোঃ মিলন সরকার ( কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি )
গাজীপুরের কালিয়াকৈরে পোশাকশ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা।
এ সময় মহাসড়কের উভয়পাশে যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয় স্টারলিং ডিজাইনস কারখানা এবং কোনাবাড়ী এলাকার এমইএইচ আরিফ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে সড়ক অবরোধের ঘটনা ঘটে।
রবিবার (১৯ জানুয়ারি) দুপুর পৌনে ২টা থেকে বিকাল সোয়া ৪টা পর্যন্ত ওই মহাসড়কের উপজেলার হরিণহাটি এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখেন।
স্টারলিং ডিজাইনস পোশাক কারখানা শ্রমিকরা জানান, কোনাবাড়ী এলাকার এমইএইচ আরিফ কলেজের শিক্ষার্থীরা (এসএসসি পরীক্ষার্থী) দুপুরে চারটি প্রাইভেটকার, চারটি হায়েস এবং শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে কারখানার সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় ওই কারখানার শ্রমিকরা দুপুরের লাঞ্চবিরতি শেষে কারখানায় ফিরছিল।
কারখানার দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরা শ্রমিকদের সড়ক পারাপারের জন্য লালনিশানা দেখিয়ে মহাসড়কের উভয়পাশে সকল গাড়ি থামিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীরা কারখানার কয়েকজন শ্রমিক ও নিরাপত্তাকর্মীর সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ সময় কয়েকজন শিক্ষার্থী কারখানার এক নিরাপত্তাকর্মীর গায়ে হাত তোলে তাকে মারধর করে থাকে। একপর্যায়ে শিক্ষার্থীরা ওই নিরাপত্তাকর্মীকে মারতে মারতে কারখানার ভেতরে প্রবেশ করে।
নিরাপত্তাকর্মীকে মারধরের খবর পুরো কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকরা শিক্ষার্থীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ সময় উত্তেজিত শ্রমিকরা শিক্ষার্থীদের ব্যবহৃত একটি হায়েস গাড়িতে হামলা করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে আন্দোলন শুরু করে।
স্টারলিং কারখানার কোয়ালিটি সেকশনের ব্যবস্থাপক (ম্যানেজার) আব্দুস সালাম জানান, কোনাবাড়ী এলাকার এমইএইচ আরিফ কলেজের শিক্ষার্থীরা র্যাগ ডে পালন করে তাদের গাড়িবহর নিয়ে কারখানার সামনে দিয়ে যাচ্ছিল। শ্রমিকদের সড়ক পারাপারের জন্য কারখানার নিরাপত্তাকর্মীরা সকল গাড়ি থামিয়ে দিলে শিক্ষার্থীরা শ্রমিক এবং নিরাপত্তাকর্মীদের ওপর হামলা করে।
গাজীপুর শিল্পপুলিশ (কোনাবাড়ী জোন) সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু তালেব জানান, স্টারলিং কারখানার শ্রমিকরা ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে বিকাল সোয়া ৪টার দিকে যান চলাচলের স্বাভাবিক হয়।