আগামী বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) থেকে গাজীপুরের আব্দুল্লাহপুর হয়ে ঢাকায় চলাচলকারী ২১টি বাস কোম্পানির প্রায় ২,৬১০টি বাস টিকিট কাউন্টারভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে। যাত্রীরা নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কেটে নির্ধারিত স্টপেজ থেকে বাসে উঠতে পারবেন। সব বাসই গোলাপি রঙের হবে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর পরীবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই উদ্যোগের ঘোষণা দেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম।
শৃঙ্খলা ফেরাতে নতুন ব্যবস্থা
সংবাদ সম্মেলনে সাইফুল আলম জানান, দীর্ঘ ১৬ বছর ধরে ঢাকায় বাস ও মিনিবাসগুলো চুক্তিভিত্তিকভাবে চলত, যার ফলে রাস্তায় বিশৃঙ্খলা, প্রতিযোগিতা এবং দুর্ঘটনা বেড়েছিল। যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে গত ১৯ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, বাস মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে চালকদের ট্রিপভিত্তিক চুক্তির পরিবর্তে পাক্ষিক বা মাসিক ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়।
শুভ উদ্বোধন এবং ভবিষ্যৎ পরিকল্পনা
আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আব্দুল্লাহপুর থেকে টিকিট কাউন্টারভিত্তিক বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। চলতি মাসের মধ্যেই মিরপুর, গাবতলী ও মোহাম্মদপুরেও একই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
সাইফুল আলম আরও জানান, এই নতুন ব্যবস্থায় যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কিনতে হবে, এবং শুধুমাত্র নির্ধারিত স্টপেজে বাস থামবে। যত্রতত্র যাত্রী ওঠা-নামা বন্ধ করা হবে।
চালক ও শ্রমিকদের প্রশিক্ষণ
যাত্রীসেবার মান উন্নত করতে চালক ও পরিবহন শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শ্রমিকদের যাত্রীদের সঙ্গে ভালো আচরণ করতে বলা হয়েছে এবং টিকিটিং পদ্ধতি সম্পর্কে অবহিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এমএ বাতেন, কোষাধ্যক্ষ এএসএম আহম্মেদ খোকন এবং দপ্তর সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদসহ অনেকে।