মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি :
ধর্ম-বর্ণ ভিন্নমত সবার জন্য খেলাফত এ শ্লোগানে আল্লামা মামুনুল হকের নেতৃত্বে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের লক্ষ্যে চাঁদপুরের কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যা রাতে কচুয়া বাজার রুপসী বাংলা চাইনিজ এন্ড রেস্টুরেন্টে খেলাফত মজলিসের কচুয়া উপজেলা শাখার সহ-সভাপতি প্রবাসী মাওঃ শরাফত উল্লাহর উদ্যোগে খেলাফত মজলিসের সাবেক সাথীদের পূর্ণরায় সংগঠনে অন্তর্ভূক্ত করে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের লক্ষ্যে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ খেলাফত মজলিসের কচুয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতী নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -১ কচুয়া আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের দলীয় মনোনীত প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ খেলাফত মজলিসের সহ সভাপতি মুফতি আনিসুর রহমান কাসেমী।বাংলাদেশ খেলাফত মজলিসের কচুয়া উপজেলা শাখার সেক্রেটারি মাওঃ জয়নাল আবেদীনের পরিচালনায় বক্তব্য রাখেন, পৌরসভার সভাপতি মাওলানা রিয়াজুল হক, মাহমুদিয়া হিফজুল কোরআন মাদ্রাসার মুহতামিম মাওঃ মাহমুদুল হাসান, খেলাফত মজলিসের হাফেজ মাওঃ বারাকাত উল্লাহ, জাহাঙ্গীর আলম জামিল, মাওঃ তোফাজ্জল হোসেন,ওমর ফারুক, আবুল কালামসহ আরো অনেকে।আলোচনা সভায় ২৩ মে খেলাফত মজলিসের সাবেক সাথীদের সংবর্ধনা অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি বিষয়ে ব্যাপক আলোচনা করেন।