সাইফুজ্জামান (স্টাফ রিপোর্টার)
আঞ্চলিক সম্পাদক পরিষদ বাংলাদেশ এর সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজিবার রহমানকে তার নিজ উপজেলা ভাঙ্গায় সংবর্ধনা দিয়েছেন ভাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকরা।
আজ ৭ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় ভাঙ্গা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে তাকে ফুলের মাল্য দিয়ে সংবর্ধনা দেয়া হয়েছে।
সম্প্রতি তিনি আঞ্চলিক সম্পাদক পরিষদ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ উপলক্ষে ভাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ শামীমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভাঙ্গা প্রেসক্লাবের উপদেষ্টা সরকারি কে.এম কলেজের সহঃ অধ্যাপক এবিএম মিজানুর রহমান, ফরিদপুর জেলা কৃষক দলের সদস্য ও ভাংগা উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি সাইদ মুন্সী, পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম বিটু মুন্সি, ভাঙ্গা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এমএম আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক সাংবাদিক ইমরান মুন্সী, সহ-সাংগঠনিক সম্পাদক মহিউল ইসলাম, দপ্তর সম্পাদক সাংবাদিক জামাল উদ্দিন আহমেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক জাকারিয়া খান প্রমূখ।
আজিবার রহমানের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের কনিকান্দা গ্রামে। দীর্ঘদিন তিনি রাজশাহীতে বসবাস করছেন। আজিবার রহমানের সম্পাদনায় রাজশাহীতে জনপ্রিয় পত্রিকা হিসেবে দৈনিক রাজশাহীর আলো পত্রিকাটি ইতোমধ্যে সর্বমহলে স্থান করে নিয়েছে।