মুহাম্মদ তোয়াহার উদ্দিন (স্টাফ রিপোর্টার)
অন্তরা সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্র চকরিয়া এর কর্ণধার দীপলাল চক্রবর্তী এর সার্বিক সহযোগিতায়এবং উক্ত সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্রের বিভিন্ন বিভাগে দায়িত্বরত সংগীত শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যকর সংগীত পরিবেশনায় অনুষ্টানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান উপলক্ষে পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান – এর আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া ৩৯ এস টি ব্যাটেলিয়ন এর কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল কামরুজ্জামান পিটু পিএসসি স্যার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া সার্কেলের পুলিশ সুপার শ্রদ্ধেয় রকিব- উর রাজা, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল কাদের ভুঁইয়া,চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধক্ষ জুবাইদুল হক এবং চট্রগ্রাম শিক্ষা বোর্ডের মাধ্যমিক পর্যায়ে আলোচিত শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের ও অন্যান্য সাংস্কৃতিক অতিথিবৃন্দ। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে অনুষ্ঠানে আগত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা,পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠানের ধারাবাহিক উপস্থাপনায় ছিলেন চকরিয়া ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের শিক্ষক শ্রীমান কান্তি দাশ।