মোঃ ছায়েদ আলী (শ্রীমঙ্গল প্রতিনিধি) গত ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিঃ,সন্ধ্যা অনুমানিক ০৬:৩০ ঘটিকা হইতে ১২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ সকাল অনুমান ১০:৩০ ঘটিকার মধ্যে যেকোন সময় অজ্ঞাতনামা চোরেরা শ্রীমঙ্গল থানাধীন ০৩নং শ্রীমঙ্গল ইউপির অন্তর্গত শাহীবাগ সাকিনস্থ রাম রতন রাম্বানিয়া সার্বজনীন শশ্মান ঘাট কালী মন্দিরের উপরের টিনের চাল কাটিয়া মন্দিরের ভিতর প্রবেশ করিয়া স্বর্ণালংকার, বিভিন্ন জিনিসপত্রসহ দান বাক্সের টাকা চুরি করিয়া নিয়া যায়,
উক্ত ঘটনার বিষয়ে মন্দির পরিচালনা কমিটির সদস্য জনাব বিজয় দেব থানায় মামলা দায়ের করিলে অফিসার ইনচার্জ জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ)/সজীব চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরির ঘটনার জড়িত আসামী ১শ্রাবন (১৯) পিতা-মৃত আব্দুল খালেক, সাং-কালিঘাট রোড, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, ২ মুজিবুর রহমান(২৫) পিতা-মৃত সমছু মিয়া, সাং-সোনার বাংলা রোড, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারদ্বয়কে গ্রেফতার পূর্বক তাদের স্বীকারোক্তি মতে চোরাইকৃত ০৩টি পিতলের থালা ও দান বাক্স হতে চুরি যাওয়া নগদ ১২৫৫/- টাকা উদ্ধার করেন, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।