সাইফুজ্জামান (স্টাফ রিপোর্টার)
দাওরায়ে হাদীস ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের বন্ধুত্বের বন্ধনে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি ) পদ্মা সেতুর সংলগ্ন কেশব পুর কুতুবপুর সওতুল হেরা মাদ্রাসায় দিনব্যাপী নানা আয়োজনে মুখরিত ছিল অনুষ্ঠান। বাংলাদেশর বিভিন্ন জেলা উপজেলা থেকে অর্ধ শতক সাবেক শিক্ষার্থী এতে অংশ নেন দীর্ঘসময় বন্ধুদের একত্রে মিলনমেলা না হওয়ায় ব্যাচের আয়োজক বন্ধুরা এই মিলনমেলার অয়োজন করেন। এই উপলক্ষে দূর দূরান্তের বন্ধুদের একে অপরের সাথে সাক্ষাৎ ও আনন্দঘন মূহুর্তের সৃষ্টি হয়। মিলনমেলা আয়োজনের স্বার্বিক তত্বাবধানে ছিলেন মুফতী মাহফুজুর রহমান মুফতি আব্দুর রহমান ফাহাদ মুফতি মাহাদি হাসান মুফতি শফিকুল শফিকুল ইসলাম ভাঙ্গা মুফতি আল আমিন ভালুকা আরো অনেকেই, এসময় তারা তাদেল বক্তব্যে বলেন শুধু আনন্দ উল্লাসে সীমাবদ্ধ থাকবেন না তারা। তিনারা আর বলেন বন্ধুদের যেকোন বিপদে আপদে পাশে থাকবেন, দুস্থ বন্ধুদের সহায়তায় ছুটে যাবেন
এসময় আগত বন্ধুরা, এমন আয়োজনে আয়োজক কমিটির উপর সন্তুষ্টি প্রকাশ করেন। দিনব্যাপী মিলনমেলার মধ্যে ছিলো শুভেচ্ছা স্বারক প্রদান, সকলকে নিয়ে সকালের নাস্তা, মধ্যাহ্নভোজ, খেলাধুলা মনোজ্ঞসাংস্কৃতিক অনুষ্ঠান সহ আরো নানা আয়োজন। ছাত্র জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগ মিলেছে এই আয়োজনে।