গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার খলামাধব নয়াপাড়া গ্রামে বিষ প্রয়োগ করে খামারের হাঁস মারার অভিযোগ হয়েছে। এতে হাঁসের খামারি লাল মিয়ার ৮৫ টি ডিম পাড়া হাঁস মারা গেছে এবং অসুস্থ রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশটি হাঁস।
শুক্রবার ২১ফেব্রয়ারী ভোর সকালে উপজেরার রুস্তমপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বীর মঙ্গল হাওরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোজাম্মিল আলী (৫৫)কে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তোভোগী খামারী লাল মিয়া জানান, ঋণ করে হাঁসের খামার গড়ে তুলেছেন। ২০ বছর থেকে হাঁসের খামারের উপার্জন দিয়ে তার সংসার চলে। অন্য কোন কাজ জানা থাকায় এবং শারীরিকভাবে অসুস্থ হওয়ায় পরিবারের ভরণ পোষণের একমাত্র ভরসা এই হাঁসের খামার।
অন্য দিনের মতো শুক্রবার সকালে হাঁসগুলোকে খাবারের উদ্দেশ্যে বাড়ির সামনের মাঠে নিয়ে যান।
সেখানে কাটা ধানের খড়ের মধ্যে বিষ মাখানো ধান ছিল তিনি জানতেন না। সেই বিষ মাখানোর ধান খেয়ে তার ৮৫টি হাঁস মাটিতে লুটিয়ে পড়ে এবং ৪০ থেকে ৫০ টি হাঁস অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার মাধ্যমে রক্ষা পেয়েছেন। এতে তার প্রায় লক্ষাধিক টাকা হতে হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও জানান, একই গ্রামের মোজাম্মিল আলীর সঙ্গে তার আগে থেকেই দ্বন্দ্ব ছিল। এ কারণে বিষ প্রয়োগ করে হাঁসগুলো মেরে ফেলা হয়েছে। এছাড়া গতবছরও বিষ প্রয়োগ করে তার ও আশপাশের বেশ কয়েকটি হাঁস মেরে ফেলা হয়েছিল। হাঁস কম হওয়া তারা সেই সময় ধৈর্য ধরে নিয়ছেন। বর্তমানে তিনি এই খামারের উপর আড়াই লক্ষ টাকার ঋণ রয়েছেন। তিনি এখন পরিবার পরিজন নিয়ে দিশেহারা। ন্যায় বিচারের প্রত্যাশায় গ্রামের মুরুব্বিয়ানদের সাথে কথা বলে তিনি আইনের আশ্রয় নিয়েছেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকর তোফায়েল আহমদ বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে পাঠিয়েছি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।