সোহেল (ফেনী জেলা প্রতিনিধি )
দাগনভুঞা উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ হাট বাজার ও প্রধান প্রধান সড়ক গুলোতে সেনাবাহিনী ও পুলিশের কম্বাইন্ড প্যাট্রলিং শুরু হয়েছে।
বুধবার (২৬ফেব্রুয়ারী) দুপুর থেকে দাগনভুঞার সহকারী কমিশনার (ভুমি) শাহিদুল আলম, সেনা ক্যাম্পের দায়িত্বরত কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার, দাগনভুঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান নেতৃত্বে বিপুল সংখ্যক সেনা ও পুলিশ সদস্য পৌর-শহরের জিরোপয়েন্ট, এবং উপজেলার বিভিন্ন মুহুরী এলাকায় কম্বাইন্ড প্যাট্রলিং করেন। এসময় স্থানীয় মানুষজন ও সাংবাদিকবৃন্দদের সাথে কথা বলে এলাকার সমস্যা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতামত নেন এবং যেকোন প্রয়োজনে তাৎক্ষনিক পুলিশ ও সেনাবাহিনীকে অবগত করতে অনুরোধ করেন।
এছাড়া উপজেলার গুরুত্বপূর্ণ স্থান দাগনভুঞা জিরো পয়েন্টে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ তল্লাসী বসিয়ে বিভিন্ন প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজি, মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই বাচাই সহ তল্লাশি করা হচ্ছে, সন্দেহভাজন গাড়ী ও ব্যক্তিবর্গকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।