1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীসহ ১৮ জনের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির মামলা, জরিমানা ২.৮২ কোটি টাকা

মোহাম্মদ মামুন উদ্দিন(অনলাইন রিপোর্টার)
  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫

মোহাম্মদ মামুন উদ্দিন(অনলাইন রিপোর্টার) নোয়াখালীর হাতিয়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগ স্থাপন ও ব্যবহারের অভিযোগে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, তার দুই ছেলে ও আরও ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে বিদ্যুৎ বিভাগ। আদালতের রায়ে তাদের বিরুদ্ধে মোট ২ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩৮৬ টাকা জরিমানা করা হয়েছে।

২৬ ফেব্রুয়ারি বিকেলে নোয়াখালী বিদ্যুৎ আদালতের (যুগ্ম জেলা জজ) ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়। অভিযানে সাবেক এমপি মোহাম্মদ আলী, তার বড় ছেলে আশিক আলী অমি এবং ছোট ছেলে মাহতাব আলী অদ্রিসহ মোট ১৮ জনের বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ সংযোগের প্রমাণ পাওয়া যায়।

বিদ্যুৎ আইনের সি আর-৯৮/২৫, সি আর-৯৯/২৫, সি আর-১০০/২৫ ধারায় দায়ের করা মামলায়:
সাবেক এমপি মোহাম্মদ আলীর বিরুদ্ধে জরিমানা: ১ কোটি ২২ লাখ ৭৪ হাজার ৭৭৯ টাকা
বড় ছেলে আশিক আলী অমির বিরুদ্ধে জরিমানা: ১ কোটি ১৩ লাখ ৩০ হাজার ৫৬৫ টাকা
ছোট ছেলে মাহতাব আলী অদ্রির বিরুদ্ধে জরিমানা: ৪৬ লাখ ৩০৪২ টাকা

অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ

বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মসিউর রহমান জানান, গত ৮-১০ বছর ধরে সাবেক এমপি মোহাম্মদ আলী রাজনৈতিক প্রভাব খাটিয়ে বৈধ সংযোগ ছাড়াই বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন। তিনি অবৈধভাবে রড ঝালাই ও লোহার গ্রীল তৈরির মতো উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক কার্যক্রম পরিচালনা করতেন।

তিনি আরও জানান, “আমরা বহুবার চেষ্টা করেও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারিনি, কারণ তিনি তার প্রভাব খাটিয়ে আমাদের বাধা দিতেন। এবার আদালতের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়েছে।”

বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এমন অবৈধ সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে, যাতে কেউ প্রভাব খাটিয়ে বিদ্যুৎ চুরি করতে না পারে।

হাতিয়ায় এই অভিযানের পর সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে বিদ্যুৎ বিভাগের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং দীর্ঘদিনের একটি অন্যায়ের অবসান হয়েছে বলে মত দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট