মোঃ সফিউল আলম (অনলাইন প্রতিনিধি)
দিনাজপুরের বিরল উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে ১৫০ বোতল ফেন্সিডিলসহ ইয়াসমিন (২৮) নামের এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের কালিতলা মহল্লায় এ অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযানে অংশ নেয়। অভিযানে স্থানীয় বাসিন্দা আব্দুল মালেকের স্ত্রী ইয়াসমিনের নিজ বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ইয়াসমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে