সোহেল ( ফেনী প্রতিনিধি)
গতকাল ১মে রোজ বৃহস্পতিবার বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে দাগনভূঞা উপজেলাধীন রামনগর ইউনিয়নের রামনগর বনাম সেকান্দরপুর একাদশের মধ্যে এক আকর্ষনীয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় বিকাল চারটার সময় ফেনী চৌমুহনী হাইওয়ে রোডের দাগনভূঞার সততা ফিলিং স্টেশন সংলগ্ন মাঠে ৷ খেলাটি ০৩-০৩ গোলে সমতার মধ্য দিয়ে সমাপ্তি হয়।
আয়োজনের রামনগর সেকান্তর পুর ক্রীড়া প্রেমী সমাজ।
উক্ত খেলার আয়োজক কমিটি ছিলেনঃ
আব্দুর রহিম, আবু নাছের, আবু কাইয়ুম, মোহাম্মদ ইয়াসিন, ওদুধ আহমেদ ভূঁইয়া, আব্দুল কাদের মাসুদ, মোখছুদের রহমান পাভেল, নুরুল আমিন লিটন, মোঃ মঈন উদ্দিন, নূরনবী, জামাল উদ্দিন টিংকু, নূরনবী সবুজ মোঃ সোহেল খান প্রমুখ।