খন্দকার রবিন (জেলা প্রতিনিধি লক্ষীপুর)
লক্ষীপুর জেলা,চন্দ্রগন্জ থানা, হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে এসএসসি পরিক্ষা দেওয়া এবং বাহিরে অবস্থানরত অভিভাবকদের মাঝে তিব্র গরমে পানি এবং স্যালাইন বিতরন করে,বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির ১১ নং হাজিরপাড়া ইউনিয়ন। এ সময়ে উপস্থিত ছিলেন লক্ষীপুর শহর শাখার প্রকাশনা সম্পাদক মো: নাদিম মাহমুদ, চন্দ্রগন্জ থানার তত্বাবধায়ক মো: শরিফুর রহমান,১১ নং হাজিরপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি মো: আরমান হোসেন,সেক্রেটারি মো: আবিদ আশিক,অর্থ সম্পাদক, মো: জুনায়েদ হোসেন সহ প্রমুখ।
এ সময় চন্দ্রগন্জ থানা ইসলামি ছাত্র শিবিরের তত্বাবধায়ক,মো: শরিফ হোসেন বলেন,অতীব গরমে পথচারী ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা আমাদের একটি সামাজিক ও মানবিক দায়িত্ব। ইসলামী ছাত্রশিবির সব সময় মানুষের পাশে দাঁড়াতে চায়। আমরা বিশ্বাস করি, একজন ক্ষুধার্ত বা পিপাসার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসা ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। এই পানি বিতরণ কার্যক্রম তারই একটি অংশ।”