ডেক্স নিউজ
জাতীয় নাগরিক পার্টি NCP এর পিরোজপুর জেলা সমন্বয় কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মশিউর রহমানকে প্রধান সমন্বয়কারী পদে দায়িত্ব দেয়া হয়েছে।
যুগ্ম সমন্বয়কারী পদে আছেন সাইফুল্লাহ সিদ্দিকী(সৌরভ),শামস ইসতিয়াক রহমান, মাহবুবুল আলম নাঈম, নাজমুল ইসলাম সোহাগ সহ ৫ জন।
সদস্য হিসেবে কমিটিতে রাখা হয়েছে এ কে এম মনজুরুল ইসলাম, শফিকুল ইসলাম, সানজিদা সহ মোট ১১ জনকে।
তবে কমিটির কোন পদে পিরোজপুর জেলা NCP এর অন্যতম দুজন সংগঠক রেদওয়ান তালুকদার ও শাহনেওয়াজ অভিকে দেখা যায়নী।
যদিও রেদওয়ান তালুকদার কমিটি ঘোষণার কয়েকদিন আগেই ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা বলে জেলা কমিটির কোন পদে থাকতে নিজেই অনাগ্রহের কথা জানিয়েছিলেন।
রেদওয়ান জেলা কমিটির কোন পদে না থাকলেও শামস ইসতিয়াক রহমান কমিটিতে রেদওয়ান তালুকদারের প্রতিনিধি বলে অনেকে মনে করছেন!
রেদওয়ান তালুকদার শামস ইসতিয়াককে দ্রুত সময়ে জেলা NCPতে প্রতিষ্ঠিত হতে বিশেষ সহযোগিতা ও সমর্থন দিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
শামস ইসতিয়াক পিরোজপুর-২ আসন থেকে আগামী সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির হয়ে নির্বাচনে দাড়াতে আগ্রহী।
এদিকে অন্য একজন সংগঠক শাহনেওয়াজ অভি পিরোজপুর জেলা কমিটিতে কোন পদ না পাওয়ায় তিনি এবং তার ঘনিষ্ঠরা যে অনেকটাই অসন্তুষ্ট সেটা তাদের সোস্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট ও মন্তব্যে স্পষ্ট হয়েছে।
উল্লেখ্য জাতীয় নাগরিক পার্টি NCP
প্রতিষ্ঠার পর অল্পসময়ের মধ্যেই দেশব্যাপী তারা জেলা উপজেলায় অসংখ্য কমিটি ঘোষণা করে রাজনৈতিক অঙ্গনে অনেকটা আলোড়ন তৈরী করে দিয়েছে।
জুলাই মাস ব্যাপী বৃহৎ কর্মসূচিরও ঘোষণা দিয়েছে গনঅভ্যুত্থানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করা এই নতুন দলটি।