মো: মাহফুজুর রহমান গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে গর্ভবতী এক নারীকে পৈশাচিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। শুধু যৌতুকের জন্য, গর্ভে সন্তান থাকা অবস্থায় তাকে নির্মমভাবে মারধর করা হয়। এমনকি শাশুড়ি ও ননদরা পেটে লাথি মারে।
ভুক্তভোগী রিতু, পিতা রবিউল শেখ, গ্রাম পালপাড়া, গোবিন্দপুর ইউনিয়ন, মুকসুদপুর। তার স্বামী সাজ্জাদ খান, পিতা টেপু খান, গ্রাম দক্ষিণ ফুকরা আমবাড়ী, কাশিয়ানী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই সাজ্জাদ ও তার পরিবার বিভিন্ন সময় যৌতুকের দাবিতে রিতুর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল। শেষত রাতে নির্যাতন চূড়ান্ত আকারে পৌঁছায়—তাকে বেধড়ক মারধর করে শাশুড়ি রেহানা বেগম ও ননদ নাজমিন ও তানিয়া। এসময় তারা গর্ভবতী রিতুর পেটে লাথি মারে, যা মাতৃত্ব ও মানবতার বিরুদ্ধে এক ঘৃণ্য আঘাত।
রিতুর অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতাল, পরে গোপালগঞ্জ সদর হাসপাতাল, এবং অবশেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
এই নারকীয় ঘটনার পর রিতুর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানিয়েছেন। তারা অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।