সানাউর রহমান (স্টাফ রিপোটার).
সাপাহার আমের বানিজ্যিক রাজধানী’র আম বাজারে ০২ জুলাই রোজ বুধবার সাপাহার মাঊন ক্লাবের উদ্যোগে আম বাজারে আগত আমচাষী, ভ্যান চালক ও জনসাধারনের মাঝে বিনামূল্যে শরবত বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয় । উপস্থিত ছিলেন সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সাপাহার আলহেলাল ইসলামী একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, জাতীয় সংসদের ৪৬ নওগাঁ-০১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মাহবুবুল আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাপাহার উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ্ আনসারী, মাঊন ক্লাবের সভাপতি প্রভাষক আব্দুর রশিদ চৌধুরী, সেক্রেটারী মিনহাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক নাইম হোসেন । ক্লাবের প্রতিষ্ঠাতা মুহাম্মদ মুমিনুল হক কার্যক্রম সর্ম্পকে বলেন ” প্রচন্ড গরমে আম ক্রেতা ও বিক্রেতা, আম চাষী, আম বহনকারী ভ্যান চালক সহ জনসাধারনকে একটুখানি স্বস্তি দিতে ক্লাবের এই ক্ষুদ্র আয়োজন । তিনি সমাজের সকল বিত্তবান ও সমাজসেবীদের কাছে এই কার্যক্রম চলমান রাখার অনুরোধ জানান। প্রচন্ড গরমে শরবত পান করে বাজারে আগত আমচাষী ও জনসাধারনগন এই কার্যক্রমে খুশির প্রতিক্রিয়া জানান । এ ধরনের কার্যক্রম প্রতিদিন করার দাবীও জানান তারা ।
উল্লেখ্য যে ২০২০ ইংঃ সালে প্রতিষ্টার পর থেকে সাপাহার যুব মাউন ক্লাব রক্তদান কার্যক্রম, শীতবস্ত্র বিতরণ,অসহায় দের মাঝে খাবার কাপড় বিতরণ,বিভিন্ন সময় খেলাধুলার টুনামেন্ট আয়োজন করে থাকেন।