1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

পটুয়াখালীতে সংখ্যালঘুর ঘরে ডাকাতি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

মুহাম্মাদ রাকিব, পটুয়াখালী প্রতিনিধি


পটুয়াখালী জেলার দশমিনা উপজেয়ায় সংখ্যালঘু এক পরিবারের বসত ঘরে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি,ছাদ থেকে লাফিয়ে পরে গৃহেবধু প্রাণে রক্ষা পেল। সোমবার প্রথম প্রহরের ৩ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূঁজা খোলার উত্তর পাশে প্রবাসী সংখ্যালঘু পরিবারের বসত ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতদল নগত ৫০ হাজার টাকা ও ৭ ভরি স্বর্ণ অলংকার এবং সিসি ক্যামেরার মেশিন লুট করে নিয়ে যায়।এ ঘটনায় উপজেলার সংখ্যালঘু পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জানা যায়, প্রতিদিনের ন্যায় সন্তানদের লেখা পড়া শেষে রাতের খাবারের পরে পরিবারে সবাই নিয়ে ঘুমিয়ে পরেন। পরে রাত ৩ টার দিকে দেখে বসত ঘরের জানালার গ্রিল কেটে দরজা চারজন ডাকাত তাদের ঘরে ডুকে পরে এবং তাদের শারিরীক নির্যাতন শুরু করেন আর সবাইকে চুপ করে থাকতে বলেন।
ডাকতদল ঘরে নগত টাকা ও জিনিস কি আছে জানতে চাইলে তারা বলতে রাজি না হলে প্রবাসীর স্ত্রী শিক্লা রানীকে বেধরক মারধর শুরু করেন। ডাকতদল ঘরের অন্যরুমে গেলে জীবন রক্ষার্থে পরিবারের সবাইকে ঘরে রেখে প্রবাসীর স্ত্রী শুক্লা রানী ছাদ থেকে ঝাঁপিয়ে পড়েন। তার ডাক চিৎকারের এলাকার লোকজন আসতে শুরু করলে বসত ঘরে রাখা নগত ৫০ হাজার টাকা ও ৭ ভরি স্বর্ণ অলংকার এবং সিসি ক্যামেরার মেশিন ডাকাতদল নিয়ে যায়। পরে অসুস্থ্য অবস্থায় শুক্লা রানীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন।
এবিষয়ে প্রবাসীর স্ত্রী শুক্লা রানী বলেন-চারজন পুরুষ মানুষ মুখ বেধে ঘরের মধ্যে প্রবেশ করে আমাকে বেধরক মারধর শুরু করে এবং ঘরে রাখা নগত ৫০ হাজার টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার এবং সিসি ক্যামেরার মেশিন নিয়ে যায়। আমার সম্মানহানির ভয় দেখায়,পরে আমি সম্মান বাঁচাতে ছাঁদ থেকে ঝাঁপ দেই। এর পরে আমার ডাক চিৎকারে এলাকার লোকজন আসে। থানা পুলিশকে খবর দেয়। পরে পুশিশ ঘটনাস্থলে আসে। এরপরে আমাকে হাসপাতালে নিয়ে যায়।
এবিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম জানান, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট