1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

গুরুদাসপুরে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়্যার্ডের নতুন কমিটি ঘোষণা ও আলোচনা সভ।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

মোঃ সিরাজুল ইসলাম গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি (নাটোর)


নাটোরের গুরুদাসপুরে মব জাস্টিস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়্যার্ডের উদ্যোগে আলোচনা সভা ও নতুন কমিটি ঘোষণার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ আগস্ট ২০২৫) দুপুরে গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার জনাবা ফাহমিদা আফরোজ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়্যার্ড নাটোর জেলা কমিটির সভাপতি জনাব মোঃ আব্দুস শহিদ। এছাড়া অনেকেই বক্তব্য রাখেন।

 

বক্তারা বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আইন নিজের হাতে তুলে নিলে সমাজে অস্থিরতা ও অরাজকতা সৃষ্টি হয়। অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা রাখতে হবে।”

 

এ সময় বক্তারা মানবাধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান এবং স্থানীয় জনসাধারণকে যে কোনো ধরনের অপরাধ দমনে প্রশাসনের পাশে থাকার অনুরোধ করেন।

 

অনুষ্ঠানে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়্যার্ড গুরুদাসপুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। অভিজ্ঞদের পাশাপাশি নতুনদের এ কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

আয়োজকরা জানান, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়্যার্ড ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখে একটি ন্যায্য ও মানবিক সমাজ গঠনে কাজ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট