1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নাচোলে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত। “অধিকার দিতে হবে, বৈষম্যের শৃঙ্খল ভাঙতেই হবে”

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

আব্দুল আজিজ, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাঁকজমকপূর্ণ আয়োজন, ঐতিহ্যবাহী পোশাকের রঙিন ছটা ও জোরালো দাবির মধ্য দিয়ে পালিত হলো ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস। শুক্রবার (৯ আগস্ট) সকাল ১১টায় নাচোল আদিবাসী একাডেমি প্রাঙ্গণ থেকে আদিবাসী একাডেমি, বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা এসেডো ও গণস্বাক্ষরতা অভিযানের যৌথ উদ্যোগে শত শত আদিবাসী নারী-পুরুষ, কিশোর-কিশোরী ও শিশুদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।
র‌্যালিতে হাতে ছিল রঙিন ফেস্টুন, ব্যানার ও জাতীয় পতাকা; মুখে ছিল গান, স্লোগান ও অধিকার আদায়ের দৃপ্ত শপথ। র‌্যালিটি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আদিবাসী একাডেমির সভাপতি বিধান সিং। তিনি দৃপ্ত কণ্ঠে বলেন—
“দেশের প্রতিটি নৃগোষ্ঠীকে সাংবিধানিক স্বীকৃতি ও পূর্ণ অধিকার দিতে হবে। জমি দখল, শোষণ, ভাষা ও সংস্কৃতির অবমাননা আর চলতে দেওয়া হবে না। উন্নয়ন হবে সবার জন্য, বৈষম্যের শৃঙ্খল ভেঙে।”
প্রধান অতিথির বক্তব্যে কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি সেন্টু বলেন—
“যারা শত শত বছর ধরে এই মাটির সাথে জড়িয়ে আছেন, তাদের ইতিহাস, সংস্কৃতি ও ভূমি রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। রাষ্ট্রীয় উদাসীনতা ও অন্যায় অব্যাহত থাকলে এই আন্দোলন আরও শক্তিশালী হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম, একাডেমির সাধারণ সম্পাদক বাবুলাল টপ্প, এসেডোর নির্বাহী পরিচালক রবিউল আলম, ফাইনান্স ম্যানেজার আজাহার আলী। আরও উপস্থিত ছিলেন একাডেমির সাবেক সভাপতি জতিন হেমরোম, সদস্য রঞ্জনা বর্মন, মাঠকর্মী মোসাঃ ডেইজি ও সুমি খাতুনসহ উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে আগত শত শত আদিবাসী নারী-পুরুষ।
বক্তারা আরও বলেন, ১৯৫টি দেশের মতো বাংলাদেশেও আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি সুরক্ষা আইন এবং নিজস্ব ভাষা-সংস্কৃতির অবাধ চর্চা নিশ্চিত করতে হবে। “অধিকার ছিনিয়ে নিতে পারলে, সংরক্ষণও আমরা করতে জানি”— এই স্লোগানে মুখর ছিল পুরো অনুষ্ঠানস্থল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট