1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

জয়পুরহাটে আন্তর্জাতিক আদিবাসী দিবসে মানববন্ধন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

পুলক সরকার, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ


০৯ আগস্ট/২৫ জয়পুরহাটে সারাদেশের ন্যায় নানা আয়োজনে উদযাপিত হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস। এ দিবসকে কেন্দ্র করে জয়পুরহাট জেলার আদিবাসীরা পাঁচুর মোড় জিরো পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন। “আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তা আর্থিক প্রয়োগ” এর মূল প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি পালন করেন।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী সংঘের উপদেষ্টা বাচ্চু চন্দ্র মাহাতো, জাতীয় আদিবাসী পরিষদ, জয়পুরহাট জেলা কমিটির সভাপতি রতন কুমার সিং ও সাধারণ সম্পাদক স্বপন সিং, বাংলাদেশ মুন্ডা অ্যাসোসিয়েশন এর সভাপতি হরিপাল পাহান, পারগানা পরিষদের সাধারণ সম্পাদক রুবেন হেমরম, আদিবাসী নারীনেত্রী কাঞ্চন বালা সিং, নীলমণি মার্ডী, আদিবাসী ছাত্রনেতা রাজীব সিং, রাজকুমার সিং প্রমুখ।
আদিবাসী নেতৃবৃন্দ বক্তব্যে বলেন আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান, সমতল আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠন, আদিবাসীদের উপর নির্যাতন বন্ধ করন, আদিবাসী ভূমিহীনদের খাস জমি প্রদান, আদিবাসীদের ভাষা সংস্কৃতি রক্ষায় সাংস্কৃতিক একাডেমী নির্মান, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আদিবাসীদের অগ্রাধিকার প্রদানসহ আরো অন্যান্য দাবি তুলে ধরেন।

মানববন্ধন শেষে একটি বর্ণাঢ্য রালী জিরো পয়েন্ট হতে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আদিবাসী প্রবীণ নেতা কার্তিক চন্দ্র সিংয়ের সভাপতিত্ব করেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, আদিবাসী নেতা রতন সিং।

দিবসটিতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট