1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

পটুয়াখালীতে ফায়ার সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

মুহাম্মাদ রাকিব, পটুয়াখালী প্রতিনিধি


পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় ফায়ার সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার বিকাল ৫টায় উপজেলার ছোটবাইশদিয়ার মোল্লার বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছোটবাইশদিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী, ব্যবসায়ী, শিক্ষার্থী, কৃষক ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রাঙ্গাবালী উপজেলা একটি বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল। এখানে প্রায় দেড় লক্ষাধিক মানুষের বসবাস, রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র, হাটবাজার ও বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই পুরো উপজেলার জন্য কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই। ফলে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত সেবা পাওয়া সম্ভব হয় না। গতকাল রাতেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়। এসময় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলার সভাপতি মাওলানা মোঃ আনিসুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুফতী ইব্রাহীম খলিল আরশাদী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা শাখার সভাপতি হাফেজ মোঃ সালাউদ্দিন আরিয়ান,সবেক সভাপতি হাফেজ মাওলানা মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন গত কয়েক বছরে উপজেলায় অগ্নিকাণ্ডে বহু মানুষ নিঃস্ব হয়েছেন, কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে। ফায়ার সার্ভিস না থাকায় ক্ষয়ক্ষতির মাত্রা ভয়াবহ রূপ নেয়। রাঙ্গাবালীতে ফায়ার সার্ভিস চালু করা হলে শুধু অগ্নিকাণ্ড নয়, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নানাবিধ প্রাকৃতিক দুর্যোগের সময়ও তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম পরিচালনা করা যাবে। এতে মানুষের জান-মালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমে আসবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে রাঙ্গাবালী উপজেলায় পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও চালুর জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। তারা বলেন, এ দাবি বাস্তবায়িত না হলে আন্দোলন আরও বেগবান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট