 
																
								
                                    
									
                                 
							
							 
                    
এস.এম. ইয়াছিন শামীম (পটুয়াখালী জেলা প্রতিনিধি)
দুমকিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন ও আলোচনা সভা।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয়।এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং যুবসমাজ , এছাড়াও যুব উন্নয়নের ট্রেনিং প্রাপ্ত অনেককেই ঋণ প্রদান করা হয় উক্ত আলোচনা সভা শেষে। আলোচনায় প্রধান অতিথি বলেন যুবকরাই দেশের ভবিষ্যৎ এদের মাধ্যমে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক সকল ধরনের পরিবর্তন আসে। তিনি আরো বলেন যুবকদেরকে উদ্যোক্তা হতে হবে এবং উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহিত করতে হবে তাদেরকে। যুব উন্নয়ন অধিদপ্তরে যুবকদের উন্নয়নের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে থাকেন এই ট্রেনিংয়ে যুবকদেরকে অংশগ্রহণ করতে উৎসাহিত করেন।