মহিবুল্লাহ মহিব তালা (সাতক্ষীরা)সংবাদদাতা :
সাতক্ষীরার তালায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তালা শাখা।
সোমবার (১৮আগস্ট ) সকাল ১০ টায় তালা শিল্পকলা হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তালা উপজেলা তালা শাখার উদ্যোগে ১০০ জন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির তালা শাখার সভাপতি আল জামালুল বান্নার সভাপতিত্বে উপজেলা সেক্রেটারী শহীদুজ্জামান এর পরিচালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামি বাংলাদেশ সাতক্ষীরা জেলা নায়েব আমির ডাঃ মাহামুদুল হক , প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামি ছাত্র শিবির খুলনা মহানগরীর সভাপতি আরাফাত হোসেন মিলন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় এইচ আর ডি সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক সভাপতি মোঃ আব্দুর রহিম, সাবেক কেন্দ্রীয় তথ্য সম্পাদক গালিব আব্দুল্লাহ। তালা সরকারী কলেজের প্রভাষক মোঃ হাদিউজ্জামান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারী নাজমুল ইসলাম। জেলা অফিস সম্পাদক নাহিদ হাসান,জেলা অর্থ সম্পাদক মতিউর রহমান, সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মোঃ খোরশেদ আলম, মাওঃ কবিরুল ইসলাম, তালা সরকারি কলেজ সভাপতি এস এম মুরাদুল হক।
উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এম এ হাকিম, সাংবাদিক আকবর হোসেন, সাংবাদিক আব্দুল্লাহ , সরকারি অধ্যাপক আবু হাসান,সাংবাদিক শাহিনুর রহমান, সাংবাদিক এস এম মোতাহিরুল হক শাহিন, এবং কৃতি ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ।