মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সমাজসেবা ফোরাম – চিতলীয়ার উদ্যোগে যাকাত ফান্ডের অর্থায়নে স্থানীয় অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে কয়েকটি ছাগল বিতরণ করা হয়েছে।
গেল (২২ শে আগস্ট) শনিবার সকালে সমাজসেবা ফোরাম-চিতলীয়া কার্যালয়ে হতদরিদ্রের মধ্যে ছাগল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবা ফোরামের কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্য মো. গিয়াস উদ্দিন, মো: তারেকুল ইসলাম এবং মো: শাকিল মাহমুদ সাহেল। এছাড়াও ফোরামের কার্যকরী পরিষদের সভাপতি জনাব মোঃ সাহেদ আহমদ, সেক্রেটারি বেলাল আহমেদ, কোষাধ্যক্ষ মোঃ আমির উদ্দিন সহ অন্যান্য দায়িত্বশীল সদস্যবৃন্দ উপস্থিত থেকে পুরো কার্যক্রম পরিচালনা করেন।
সমাজ সেবা ফোরামের পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য ও অঙ্গীকার। আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারের জীবনমান উন্নয়নের পাশাপাশি স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে এই ছাগল বিতরণ করা হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ আরও বলেন, ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সমাজ সেবা ফোরামের এই ধরণের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।