মোঃ কামরুল ইসলাম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জ সদর উপজেলার ০৩ নং বহুলী ইউনিয়নের ০৪ ওয়ার্ড হরিণা হাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে জনবহুল এলাকার প্রায় দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়।
২৬ আগস্ট মঙ্গলবার সিরাজগঞ্জ সদর উপজেলার ০৩ নং বহুলী ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ০৪ নং ওয়ার্ডের হরিণা হাটার প্রায় দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়। সকাল দশ টা থেকে শুরু করে চারটা পর্যন্ত কাজ করা হয়।
জনবহুল এই এলাকার মানুষ দীর্ঘ দেড় কিলোমিটার রাস্তা ভাঙ্গা ও খানাখন্দভরা থাকায় নিয়মিত দূর্ঘটনার কবলে পড়তো। নিয়মিত ভ্যান, রিক্সা, অটো, মোটরসাইকেল ও সাইকেল উল্টে আহত হতো। এমনকি হেটে যাওয়াও ছিল বেশ কষ্টকর। জনদূর্ভোগ ও ভোগান্তির ছিল না কোন অন্ত। তাই এলাকার অসংখ্য জনসাধারণের অসুবিধার কথা চিন্তা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ০৩ নং বহুলী ইউনিয়ন রাস্তাটি সংস্কার করে দেন। রাস্তায় ইটের আধলা, খোয়া, ইটের রাবিস দিয়ে সমান করে মেরামত করা হয়। ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা সরেজমিনে উপস্থিত থেকে কাজটি সম্পাদন করেন। এতে জনগণ অনেক আনন্দিত এবং জামায়াতে ইসলামীর কার্যক্রমের প্রশংসা করেন।
রাস্তা সংস্কারের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ০৩ নং বহুলী ইউনিয়নের আমির আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক খান, সেক্রেটারি মো একরামুল হক খান।
যুব কল্যাণ পরিষদের ইউনিয়ন সভাপতি মো শাফিউল হক শাওন। সহকারী সেক্রেটারি মো মোরশেদুল আলম। সাংগঠনিক সম্পাদক মো মুকুল হোসেন। অর্থ সম্পাদক মো মানিক হোসেন। ০৫ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো শিপন হোসেন। ০৪ নং ওয়ার্ড জামায়াতের সহকারী সভাপতি মো জাবালা মুশতাক।