1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দুমকিতে গণঅধিকার পরিষদ সভাপতির হাতে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত

এস.এম. ইয়াছিন শামীম (জেলা প্রতিনিধি, পটুয়াখালী)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

এস.এম. ইয়াছিন শামীম (জেলা প্রতিনিধি, পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকিতে ভিজিডি তালিকায় নাম ও রাস্তার কাজ না দেওয়ায় গণঅধিকার পরিষদ আহবায়ক কর্তৃক এক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানকে মারধর করার অভিযোগ ওঠেছে।

গতকাল বুধবার দুপুরে ২ টা ৩০ এ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কক্ষে এ ঘটনাটি ঘটেছে।ওই দিন রাতে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন (ডায়েরি নং ১২০১/২৭ আগষ্ট ২৫)।

ডায়েরি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুরাদিয়ার প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস কক্ষে মাতৃত্বকালীন ভাতার বিষয়ে কাজ করছিলেন। এসময় উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মুন্না জহিরের নেতৃত্বে ৭/৮জন উচ্ছৃঙ্খল যুবক ওই কক্ষে ঢুকে হাফিজুর রহমান ফোরকানের ওপর চড়াও হয়ে এলোপাথারি চর-থাপ্পর, কিলঘুষি মেরে এক পর্যায়ে টেনে হিচড়ে বাইরে বেড় করে বেধরক মারধর করতে থাকে। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিসহ লোকজন জড়ো হলে হামলাকারীরা দ্রুত সটকে পড়ে।

মারধরের শিকার মুরাদিয়ার ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকানের অভিযোগ, গণঅধিকারের আহবায়ক মুন্নাজহির গত বছরের ৫ আগষ্ট এর পরবর্তী সময় থেকে “দল চালাতে খরচ লাগে তাই কিছু ভিজিডি কার্ডে নাম, রাস্তার কাজ দিতে হবে এসব বলে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছিলো। কাজ দিতে অস্বীকৃতি জানালে লোকজন নিয়ে তার ওপর হামলা চালিয়ে তাঁকে শারীরিক ভাবে লাঞ্ছিত করেছে।

অনৈতিক সুবিধা দাবির অভিযোগ অস্বীকার করে মুন্না জহির বলেন, এলাকার একটি রাস্তার কাজে বিলম্ব ও অনিয়ম নিয়ে তর্কবিতর্ক হয়েছে। তবে মারধরের অভিযোগ সঠিক নয়।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন বলেন, এবিষয়ে সাধারণ ডায়েরি হয়েছে।তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট