এস ডব্লিউ সাগর ( তালুকদার )
দোয়ারাবাজার সুনামগঞ্জ
দোয়ারাবাজারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মধ্যবাজারে পথসভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাস্টারের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান সামসুল হক নমু, সাবেক চেয়ারম্যান এম এ বারী এবং দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাধব রায়, সদস্য সচিব জামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান এরশাদ, সদস্য সচিব শামিম পাশা রিগেল, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ফারুক মিয়া, দোয়ারাবাজার উপজেলা যুবদল নেতা শাহনুর ওয়াদুদ সাগর, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কমিটির সদস্য তারেক হোসাইন (রাজ), উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ভারপ্রাপ্ত সদস্য সচিব সাজিদুর রহমান, যুগ্ম আহবায়ক ইব্রাহিম আল মাসুম সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।