মুহাম্মদ তোয়াহার উদ্দিন( স্টাফ রিপোর্টার)
কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পিংকি( ডাক নাম) (১৫) নামে এক স্কুলছাত্রী ডুবে মারা গেছে শুক্রবার (২৯ আগস্ট)স্থানীয় সময় ১২.৩০ মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটে। বিকালে ফায়ার সার্ভিসের ডুবুরির এক দল তার মরদেহ উদ্ধার করে। এর আগে স্থানীয়রা তার দুই বোনকে জীবিত উদ্ধার করেন।তারা হাসপাতালে চিকিৎসাধীন এবং আশংকা মুক্ত নিহত পিংকি চকরিয়া কোরক বিদ্যাপীঠের নবম শ্রেণির ছাত্রী। তাদের শ্রেণি শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেন। পরে তিনি তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং কোরক বিদ্যাপীঠের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।জীবিত উদ্ধার হওয়া আছমা আক্তার (১৬) ওতাসফিয়া (১২) তাদের বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানান।
স্থানীয়রা জানান, দুপুরে তিন বোন চকরিয়া পৌরসভার মৌলভীরচর এলাকায় মাতামুহুরী ব্রিজের পাশে গোসলে নামে। একপর্যায়ে তিনজনই ডুবে যায়। স্থানীয় লোকজন সাঁতরে গিয়ে দুইজনকে উদ্ধার করলেও পিংকি নিখোঁজ হয়ে যায়। পরে চট্টগ্রাম থেকে আসা ডুবুরিরা বিকেলে মরদেহ উদ্ধার করেন।এলাকাবাসীর অভিযোগ, ড্রেজার
দিয়ে বালি উত্তোলনের কারণে নদীতে গভীর গর্ত তৈরি হচ্ছে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ২০১৮ সালেও একই স্থানে পানিতে ডুবে চকরিয়া গ্রামার স্কুলের ৫ শিক্ষার্থী মারা গিয়েছিল। তখন স্থানীয় প্রশাসন সহ বিভিন্ন দল মতের মানুষের ঢ্ল নেমেছিল।আজ ও একই পরিবারের তিন জনের সলিল সমাধি হতে পারত। আজ রাত ৯ টা পিংকির জানাজা চিরিংগা মাতামুহুরি ব্রীজের নিচে অনুষ্ঠিত হয়।পরে মামা ভাগিনা দরগাহ কবরস্থানে দাফন করা হয়।এলাকা বাসীর দাবি উক্ত নদীর সেই পয়েন্ট বা ঝুঁকি পূর্ণ স্থানে গোসল নিষেধ বলে স্টিলের ফলক স্থাপনের দাবি জানান। স্থানীয় প্রশাসন যেন দ্রুত এ ধরনের ব্যবস্থা নিলে অনেক প্রাণ অকালে ঝরবে না বলেও জানান।