ইয়াসিন আহমেদ শরিফ স্টাফ (রিপোর্টার মৌলভীবাজার)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মতিগঞ্জ রাজা এলাকায় অবস্থিত মরহুম মাস্টার গোলাম মস্তফা রাজা মিয়া প্রতিষ্ঠিত মাস্টার গোলাম মস্তফা রাজা হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৭টায় মাদরাসা প্রাঙ্গণে এ আয়োজন শুরু হয়।
অনুষ্ঠানে কেরাত, হামদ-নাত, আলোচনা সভা ও বর্ণাঢ্য মোবারক র্যালি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদরাসার প্রধান শিক্ষক ও মসজিদের ইমাম-খতিব হাফেজ কারী মাওলানা হাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন হাফেজ কারী মাওলানা সাইফুর রহমান মুল্লাপুরী এবং বিশেষ অতিথি মুর্শেদ কামাল জালালী। মাদরাসা ও এতিমখানার পরিচালক মাস্টার গোলাম মুরসালিন মুস্তাফা রাজা এর পক্ষ থেকে র্যালি আয়োজনে ছাত্রদের উৎসাহ দেন মাস্টার গোলাম মস্তফা রাজা প্রতিষ্ঠিত রাজা ফিসারিজ ও হ্যাচারির ম্যানেজার হুমায়ুন কবির।
বর্ণাঢ্য র্যালিটি মাদরাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মাদ্রাসা থেকে সিন্দুরখান বাজার হয়ে র্যালি আলিয়া মাদরাসায় গিয়ে শেষ হয়। পরে মাদরাসায় ফিরে মিলাদ ও দোয়ার মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শেষ হয়।